নতুন চুল গজানোর ৫ টি টিপ্স


 

১/ বেদানার দানা, পাতা এবং খোসা এক সাথে বেটে নিন। এবার এতে সরিষার তেল দিয়ে হালকা আঁচে গরম করুন। গরম করে তা ছেকে বোতলে রেখে দিন। সপ্তাহে ২-৩ বার এই তেল মাথায় লাগালে চুল পড়া দূর হয়ে ও নতুন চুল গজাতে সাহায্য করবে।

২/ সবুজ ধনে পাতার রস নিয়মিত চুলের গোড়ায় লাগালে চুল মোলায়েম হয়,কালো হয়, চুলপড়া বন্ধ হয়, এমনকি টাকে নতুন চুল গজায়।

৩/ পাকা অথবা শুকনো আমলকীর চূর্ণকে নারকেলের তেলে ভালো করে মিশিয়ে নিনি। এবার ওই তেল মালিশ করুন। কিছুক্ষণ রেখে চুল ধুয়ে ফেলুন।



৪/ কালোজিরা চুল পড়া বন্ধে এবং নতুন চুল গজানোর জন্যে সহায়ক। মাথায় কালোজিরার তেল ব্যবহার করা আর খাবারে কালোজিরা ব্যবহার আপনাকে স্বাস্থোজ্জল চুল দিতে পারে।

৫/ ডিম ও ভিটামিন-ই ক্যাপসুল এক সঙ্গে মিশিয়ে মাথায় মাখলেও উপকার পাওয়া যায়।
                                                 take care

Follow Me on PinterestFacebook এর আমাদের সঙ্গে থাকুন।