মধু দিয়ে তৈরি ঠোঁটের স্ক্রাবার

মধু দিয়ে তৈরি ঠোঁটের স্ক্রাবার
মধু একটি প্রাকৃতিক উপাদান যা ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে। ঠোঁটের ত্বকও এর ব্যতিক্রম নয়। মধু আপনার ঠোঁট থেকে কালচে ভাব দূর করার সাথে সাথে আপনার ঠোঁটকে কোমল করে তুলবে।আঙুলের ডগায় মধুর সঙ্গে সামান্য লবণ মিশিয়ে হালকা করে ৫ মিনিট ঠোঁটে মাসাজ করুন। তারপর জল দিয়ে ধুয়ে নিন। এবার সামান্য একটু মধু নিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। চাইলে রাতে ঘুমানোর আগেও লাগিয়ে রাখতে পারেন। তবে আমি স্ক্রাবারের পরেরই লাগাই। ধুয়ে ফেলতে পারেন ১৫ মিনিট পর। কয়েক সপ্তাহের মধ্যেই ঠোঁটের কালচে ভাব দূর হতে দেখবেন।
take care

Follow Me on PinterestFacebook এর আমাদের সঙ্গে থাকুন।